1. popularhostbangladesh@gmail.com : ADMiN :
  2. emranniloy53@gmail.com : NEWS ROOM :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
August 13, 2020, 6:17 am

ফরিদপুরের সাংবাদিক বুলবুল কে আমার নিউজ টিভির সিনিয়র ষ্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ প্রদান

ডেস্ক রিপোর্ট :
  • Update Time : Wednesday, July 29, 2020
  • 26 Time View

ফরিদপুরের সাংবাদিক এম কিউ হোসাইন বুলবুল কে আমার নিউজ টিভির সিনিয়র ষ্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। তার পিতার নাম এম এ হামিদ মাতা: মৃত রিজিয়া বেগম ,রক্তের গ্রুপ : (বি+)ভিই পজেটিভ। তিনি ইংলিশ দৈনিক ”নিউ এজ”-ফরিদপুর জেলা সংবাদদাতা, ডেইলি অবজারভার-সালথা এবং দৈনিক, যায়যায়দিন এর নগরকান্দা সংবাদদাতা,এ ছাড়া তিনি ”বিটিভি”র মুক্তিযুদ্ধ, গন-কবর ও গণহত্যা বিষয়ক নিয়মিত প্রগ্রামার (দক্ষিন বঙ্গ) সংঙ্গে কাজ করেন। এম কিউ হোসাইন বুলবুল বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিকসম্পাদক (ঢাকা ) হিসাবে কর্মরত রয়েছেন। সাংবাদিক এম কিউ হোসাইন বুলবুল কে আমার নিউজ টিভির ষ্টাফ রিপোর্টার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে তিনি আমার নিউজ টিভির নিনিয়র ষ্টাফ রিপোর্টার হিসাবে এলাকার সকল অন্যায়-অবিচার, নিয়ম-নীতি ভঙ্গ, দুর্নীতি, সমাজবিরোধী কর্মকান্ডসহ সকল ধরনের উন্নয়ন মূলক সংবাদ প্রকাশ করবেন।
আমি তার সার্বিক মঙ্গল কামনা করছি এবং আপনাদের সকলকে তাঁর জন্য দোয়া করার অনুরোধ করছি এবং তাঁকে সকল ধরনের সহযোগিতা করার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিসহ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
আওরঙ্গজেব কামাল
চেয়ারম্যান
আমার নিউজ টিভি

More News Of This Category